হবিগঞ্জে জামায়াতের ১৪ নেতা আটক
হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোশাহিদ আলী, নায়েবে আমির মাওলানা আবদুর রহমান ও জেলার আট উপজেলা জামায়াতের আমিরসহ ওই সংগঠনের ১৪ জন নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ শহরতলির ভাদৈ গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, জামায়াতের আমিরের বাড়িতে গোপন বৈঠকে বসে জামায়াত নেতারা নাশকতার পরিকল্পনা করছিলেন। বৈঠকে তাঁরা নাশকতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অর্থ বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক হওয়া অন্যরা হলেন, হবিগঞ্জ পৌর জামায়াতের আমির কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মো. ইমান আলী, লাখাই উপজেলা জামায়াতের আমির মো. নূর উদ্দিন, চুনারুঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আবদুল খালেক, বানিয়াচঙ্গ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জেলা কর্মপরিষদ সদস্য মো. আবদুল রাজ্জাক খান, বানিয়াচঙ্গ উপজেলা জামায়াতের আমির মো. মুজিবুর রহমান, বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আহাদ, নবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আবদুল মুকিত পাঠান, একই উপজেলার বাউশা ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ আলী, আজমীরিগঞ্জ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নাছির উদ্দিন চৌধুরী।
পুলিশ সুপার মাসুদুর রহমান আরো জানান, এ সময় আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে এক লাখ টাকা, চার হাজার ১০০টি প্রচারপত্র, ১৬টি মোবাইল ফোনসহ বিভিন্ন গ্রন্থ উদ্ধার করা হয়।
নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আশরাফ আলী এনটিভি অনলাইনকে জানান, জামায়াতের মালিকানাধীন সিপাহসালার নাসিরউদ্দিন কিন্ডারগার্টেন স্কুলের উন্নয়নে জামায়াত নেতারা বৈঠকে মিলিত হয়েছিলেন।