‘পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় বিএনপির অবদান বেশি’
পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় বিএনপির অবদান সবচেয়ে বেশি বলে দাবি করেছেন দলটির জেলা সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। আজ শুক্রবার সকালে জেলার কলাবাগানে আদর্শ যুব সংঘ ক্লাবের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।
বিএনপি নেতা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে বিএনপি যতবারই ক্ষমতায় ছিল, কাজ করে গেছে।’
খাগড়াছড়ির উপজাতি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করে বিএনপি। সভায় সভাপতিত্ব করেন উপজাতি নেতা প্রবীণ চন্দ্র চাকমা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার বিশিষ্ট উপজাতি নেতা-কংচাইরী মাস্টার, মাংসাথোয়াই চৌধুরী, ক্ষণীরঞ্জন ত্রিপুরা, রতন জ্যোতি ত্রিপুরা, রতন ত্রিপুরা, কুহেলী দেওয়ান, চিরণজিৎ ত্রিপুরা।