ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা
গত এক বছরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানতের পরিমাণ বেড়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। ব্যাংকটির আমানতের পরিমাণ ৫৬ হাজার ৭০ কোটি টাকা থেকে বেড়ে সাড়ে ৬১ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান এসব তথ্য জানান।
এ ছাড়া ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ প্রায় সাড়ে ৫৯ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬৫ হাজার ৮০০ কোটি টাকায় দাঁড়িয়েছে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খানসহ সারাদেশের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।