দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৪
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী সোয়েটো শহরের একটি পানশালায় (বার) বন্দুক হামলায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা এলিসা মাউয়েলা বলেন, ‘আমরা রাত সাড়ে ১২টার দিকে বন্দুক হামলার খবর পাই। জানা গেছে শনিবার দিবাগত রাতে শুরু হওয়া ওই হামলা রাতভর চলেছে।’
এলিসা আরও বলেন, ‘আমরা সেখানে পৌঁছে ১২ জনকে মৃত অবস্থায় দেখতে পাই।’
এ ঘটনায় আহত আরও ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যায়, সবমিলিয়ে নিহতের সংখ্যা ১৪।