আসছে উইন্ডোজ ১০ অপারেটিংয়ের লুমিয়া ৬৫০
মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ১০’। আপাতত ডেস্কটপ এবং ট্যাবলেটের জন্য উন্মুক্ত করা হয়েছে এই অপারেটিং সিস্টেমটি। অন্যান্য ডিভাইসের জন্য উইন্ডোজ আপগ্রেডের কাজ চলছে।
এখন বাজারে রয়েছে ‘লুমিয়া ৯৫০’ এবং ‘লুমিয়া ৯৫০ এক্সএল’। শুধু এই দুটি স্মার্টফোন চলছে ইউন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে। এই বহরে যোগ হতে যাচ্ছে আরো একটি লুমিয়া স্মার্টফোন।
‘লুমিয়া ৬৫০’ নামের এই স্মার্টফোনটি আগামী মাসে বাজারে ছাড়া হতে পারে বলে জানিয়েছে উইন্ডোজ অপারেটিং বিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ সেন্ট্রাল। যদিও এখন পর্যন্ত এটা শুধু সম্ভাবনাই। এখনো কোনো নিশ্চিত খবর জানানো হয়নি মাইক্রোসফটের পক্ষ থেকে।
উইন্ডোজ সেন্ট্রালের খবরে আরো বলা হয়েছে, লুমিয়া ৬৫০ স্মার্টফোনটিতে থাকবে ৭২০ পিক্সেলের ৫ ইঞ্চি ডিসপ্লে। ১ জিবি র্যামের সাথে স্ন্যাপড্রাগন ২১০ অথবা ২১২ প্রসেসর থাকতে পারে। ইন্টারনাল স্টোরেজ থাকবে ৮ জিবির।
রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ৫ মেগাপিক্সেলের।
উইন্ডোজ সেন্ট্রালের খবরে আরো বলা হয়েছে ‘লুমিয়া ৭৫০’ ও ‘লুমিয়া ৮৫০’ মডেলের সেট দুটি বাজারে নাও ছাড়তে পারে মাইক্রোসফট। গত বছরের শেষ দিকে এই সেট দুটির ঘোষণা দেওয়া হয়েছিল মাইক্রোসফটের পক্ষ থেকে।