ঢাকা-বরিশাল রুটে আর চলবে না গ্রিন লাইন জাহাজ
ঢাকা-বরিশাল রুটে আর চলবে না গ্রিন লাইনের ক্রুজ (জাহাজ)। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী কমে যাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, ঢাকা-বরিশাল রুটে গ্রিন লাইনের বাস চালু থাকবে।
গতকাল সোমবার কোম্পানির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়, মঙ্গলবার থেকে তাদের এমভি গ্রিন লাইন-৩ জাহাজ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলাচল করবে না। অর্থাৎ, ঢাকা-হিজলা-বরিশাল রুটের যাত্রীরা গ্রিন লাইনের নৌ-সেবা নিতে পারবেন না।
পোস্টে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৬ জুলাই থেকে গ্রিন লাইনের ঢাকা-বরিশাল ভায়া হিজলা নৌপথে চলাচলকারী জাহাজের সার্ভিস বন্ধ থাকবে। তবে, ঢাকা-কালীগঞ্জ-ইলিশা রুটের এমভি গ্রিন লাইন-২ নিয়মিত চলাচল করবে। এ ছাড়া, ঢাকা-বরিশাল রুটে গ্রিন লাইনের বাস চালু থাকবে।
গ্রিন লাইনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী কমে যাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, ঈদের পর থেকে এই রুটে তাদের প্রতি ট্রিপে প্রায় আড়াই লাখ টাকা লোকসান হচ্ছে। ঢাকা-বরিশাল রুটে প্রতি ট্রিপে পাঁচ লাখ টাকা খরচ হলেও সম্প্রতি ট্রিপ প্রতি আয় দুই থেকে আড়াই লাখ টাকায় নেমে এসেছে।