চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছে। মীরসরাই উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনের কাছে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এসব তথ্য জানিয়েছেন।
ওসি কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। এতে আহত হন আরও ছয়জন।
জানা গেছে, একটি কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে কয়েক শিক্ষক চট্টগ্রামের খৈয়াছড়া দেখে ফিরছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন শিক্ষক ও ছয়জন এসএসসি পরীক্ষার্থী আছেন। নিহত অপরজন ওই মাইক্রোবাসের চালক। গুরুতর আহত আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ রেল গেটে কর্মী না থাকাকে দায়ী করছেন। আবার অনেকের দাবি, সেখানে বাঁশ দিয়ে গতিরোধ করা ছিল। কিন্তু, মাইক্রোবাসটির চালক তা সড়িয়ে রেল লাইনে উঠে পড়েন। ফলে প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। তবে, ট্রেন কাছাকাছি থাকতে বাঁশ সরিয়ে রেল লাইনে ওঠা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
জিআরপি থানার ওসি জানান, গেটে রেল কর্মী গেইট বন্ধ করেছে কি-না তা তদন্ত করেছে প্রশাসন। রেল লাইন পার হওয়ার সময় প্রভাতী নামের ট্রেনটি মাইক্রোবাসকে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ট্রেনের গতি কমে আসার পর ফায়ার সার্ভিস ও স্থানীরা মাইক্রোবাসের ভেতরে থাকা হতাহতদের উদ্ধার করে।