রাতে উপচে পড়া ভিড়ের পর সকালে স্বাভাবিক পিরোজপুরের পেট্রোলপাম্প
হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ায় পিরোজপুরের ফিলিং স্টেশনে (তেলের পাম্প) ছিল উপচে পড়া ভিড়। জেলার অন্য ফিলিং স্টেশনটি ছিল বন্ধ। কিন্তু, আজ শনিবার সকাল থেকে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।
পিরোজপুর শহরে দুটি তেলের পাম্প রয়েছে। গতকাল শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই মেশিনে সমস্যার দোহায় দিয়ে একটি বন্ধ করে দেওয়া হয় বলে রয়েছে অভিযোগ। অন্যটিতে রাত ১০টার পর থেকে ফিলিং স্টেশনে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, ট্রাক, বাসের ভিড় জমে। সেখানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে নতুন দামে বিক্রি শুরু হয় পেট্রোল, অকটেন ডিজেল। এতে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না নিয়ে ফিরে যান।
জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব বলেন, ‘সরকারের নির্ধারিত মূল্যে তেল বিক্রি হচ্ছে। সরকার কমিয়ে দিলে আবার আমরা কমিয়ে দেব।’