সাভারে ককটেল ফাটিয়ে ছিনতাই
সাভারে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রকেটের এক বিক্রয়কর্মীকে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম শাখা সড়কে এ ঘটনা ঘটে।টাকা নিয়ে পালানোর আগে চারটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়।
ছিনতাইয়ের শিকার শাহিন আলম ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে। তিনি বলেন, ‘সহকর্মী সামাদ হোসেনসহ প্রতিদিনের মতো এজেন্টদের টাকা রিচার্জ করতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছানোমাত্র দুটি মোটরসাইকেল এসে আমাদের পথরোধ করে ও লাথি দিয়ে আমাদের ফেলে দেয়। পরে পিস্তলের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার চারটি ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’