ফেনীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ফেনীর পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলী বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শাহজাহান নিহত হয়েছেন। আজ বুধবার এ দুর্ঘটনা ঘটে। তিনি সদর থানার সুন্দরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহজাহান বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপভ্যান তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তা আবদুস সামাদ জানান, পিকআপভ্যনটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।