প্রতিমন্ত্রী-এমপিসহ ২১ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি
নাটোরে প্রতিমন্ত্রী ও দুই সংসদ সদস্যসহ (এমপি) ২১ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আনসারুল্লাহ বাংলা টিম-১১ পরিচয়ে ডাক যোগে চিঠিটি নাটোর প্রেসক্লাবে পাঠানো হয়।
হত্যার হুমকি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার।
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দুলাল সরকার জানান, আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাব উদ্দিন বলেন, তাঁরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখছেন। এর পেছনে জামায়াত-শিবিরের হাত থাকতে পারে।
দৈনিক উত্তরবঙ্গের বার্তা সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখকে হুমকি দেওয়া হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
হুমকি পাওয়া অন্যরা হলেন সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস, কোহেলি কুদ্দুস মুক্তি, শহীদুল বকুল, শফিউল আজম, নাটোর-২ আসনের ব্যক্তিগত সহকারী আকরাম, এইচ এম জাকির, আরজু শেখ, এস এম ফিরোজ, আসাদ, ফেরদৌস, ভোলা, বুলবুল, বাকী, গোলাম মুর্তজা। এদের সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।