টি-টোয়েন্টির নতুন পরামর্শক, ডমিঙ্গোর ভূমিকা কী থাকবে?
সামনের ব্যস্ত আন্তর্জাতিক সূচির জন্য ধকলটা শুধু ক্রিকেটারদের ওপরই যাবে না, চাপ বাড়বে কোচদের উপরও। তাই রাসেল ডমিঙ্গোর জায়গায় শ্রীধরন শ্রীরামের হাতে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়ার চিন্তাটা সুদূরপ্রসারী বলছে বিসিবি। এতে করে কাজের পরিধি কমে গেলেও, কোচ হিসেবে ডমিঙ্গোর সরে যাওয়ার কোনো শঙ্কা দেখছেন না বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।
রাসেল ডমিঙ্গোর সঙ্গে আগামীকাল রোববার বৈঠকে বসছে বিসিবি। এই সভায় ঠিক হবে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের কোচ হিসেবে তিনি থাকবেন কি না। বিসিবির অন্দর মহলে যদিও কথা আছে, বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা ফলদায়ক না হলে, নতুন প্রধান কোচের খোঁজ করতে পারে ক্রিকেট পরিচালনা কমিটি।
এ ব্যাপারে খালেদ মাহমুদ বলেন, ‘ডমিঙ্গোর সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়নি। তিনি এখনও বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ, আমরা হেড কোচের দায়িত্ব দিয়ে কাউকে আনছি না। আমরা টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আনছি। বিসিবি সর্বোচ্চ সংস্থা, যদি মনে করে কারো জায়গায় কাউকে দেবে, দিতে পারে। ডমিঙ্গোকে এ নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি।’
বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘আমি মনে করি, ডমিঙ্গো যথেষ্ট পেশাদার। আমি যত দিন ওর সঙ্গে কাজ করেছি, আমি জানি সে ইতিবাচক একজন মানুষ। আমি মনে করি না, এটা তেমন কোনো সমস্যা।’
শ্রীরাম কেমন করবেন সেটা বুঝে উঠতে চাইছে বিসিবি। তাঁর পাওয়ার হিটিংয়ে দক্ষতা এবং টি-টোয়েন্টি উপযোগী স্পিনারদের শেখানোর মুন্সীয়ানায় বর্তমান স্পিন কোচ রঙ্গনা হেরাথও। যদিও আন্তর্জাতিক ক্রিকেট যেন কোচদের জন্যই ক্লান্তিকর না হয়ে ওঠে, সে কারণেই এমন পদক্ষেপ। তবে হঠাৎই এই পরিবর্তন কতটা কাজে আসবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে।
কাল লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে ক্রিকেটাররা একটি ম্যাচ খেলবেন। মিরপুরে সেই ম্যাচের আগে বা পরে ডমিঙ্গোর সঙ্গে বৈঠকে বসতে পারেন বিসিবি সভাপতি। সে সময় থাকার কথা নতুন টি-টোয়েন্টি পরামর্শক শ্রীরামেরও।