দুবার ব্যাট করেও ব্যর্থ এনামুল, সাকিব-মেহেদীতে স্বস্তি
এশিয়া কাপের ব্যাটে-বলে ঝালিয়ে নিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই প্রস্তুতি ম্যাচের প্রথম দিন আজ স্বস্তির বদলে চিন্তাই দিলেন ব্যাটাররা। ওপেনিংয়ের ভাবনায় থাকা এনামুল হক বিজয় দুবার ব্যাট করে দুবারই ব্যর্থ হন। সেই তুলনায় কিছুটা স্বস্তি দিয়েছেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার বিসিবি লাল ও বিসিবি সবুজ দলের মধ্যকার ম্যাচে অনেকেই দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। যেমন দুবার করে ব্যাট করেছেন এনামুল হক বিজয়, আফিফ হোসেন, শেখ মেহেদী ও সাকিব আল হাসান। কিন্তু এদের মধ্যে সফল হয়েছেন শুধু সাকিব ও মেহেদী। সাকিব প্রথমবার করেছেন ১৩ বলে ১৭ রান। দ্বিতীয়বার করেছেন ২৪ বলে ৩৬ রান। যাতে ছিল তিনটি ছক্কা। অন্যদিকে ১৬ বল খেলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন মেহেদী।
লাল দলের হয়ে খেলা ওপেনার এনামুল প্রথমবার নেমে ৪ রানে আউট হন। দ্বিতীয় সুযোগে ১০ বলে ২ ছক্কায় করেন ১৯ রান।
শেষদিকে নেমে ভালো করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি মাত্র ১৭ বলে ৩০ রান করেছেন। সবমিলে আগে ব্যাট করে ১৬৫ রান করে লাল দল।
বিপরীতে ব্যাট করতে নামা সবুজ দলের জন্য এই লক্ষ্যটা বড়ই হয়ে গিয়েছিল। তখন লাল দলের অধিনায়ক সাকিব লক্ষ্যটা কমিয়ে ১৪৮ রানে করে দেন। সেটা করতে পারে সবুজ। মেহেদীর ব্যাটে চড়ে ১৫০ রান করে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সবুজ দল।
ব্যাট হাতে মাহমুদউল্লাহ ভালো করতে পারেনি। ৯ বলে তিনি করেন ১২ রান। ২৪ বলে ২৪ রান করেন যুব দলের ক্রিকেটার রবিন। তার সঙ্গে ওপেনিংয়ে নামা মিরাজ ২১ বলে করেন ২৯ রান। রান পাননি সবুজ দলের অধিনায়ক আফিফ। ৮ রানে বিদায় নেন তিনি। দীর্ঘদিন পর ২২ গজে ফেরা সাইফউদ্দিন ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন।
বল হাতে সবুজ দলের হয়ে ৪২ রানে ২টি উইকেট নেন তাসকিন আহমেদ। নাসুম ২৩ রানে ২ উইকেট পেয়েছেন। লাল দলের হয়ে সাকিব ও হাসান মুরাদ ২টি করে উইকেট পান।