নতুন আইফোনের ভিডিও ফাঁস
আইফোনের নতুন মডেল নিয়ে আগে থেকে জানার আগ্রহ থাকে সবার। অনেকেই অপেক্ষায় থাকেন, নতুন আইফোন বাজারে আসামাত্র কিনবেন। তাই আইফোনের প্রায় প্রতিটি মডেল বাজারে ছাড়ার আগে বিভিন্ন তথ্য ফাঁস হয়। এবার নতুন আইফোনের একটি ভিডিও ফাঁস হয়েছে।
এই ভিডিও ফাঁস করেছে এমআইসি গেজেট। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে। সেখানে বলা হয়েছে, চার ইঞ্চি স্ক্রিনের এই নতুন আইফোন হতে পারে ‘আইফোন ৬সি’ অথবা ‘আইফোন ৫ই’।
ফাঁস হওয়া ৪১ সেকেন্ডের ওই ভিডিও নিয়ে অবশ্য অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তবে ভিডিওতে যে আইফোনটি দেখা যাচ্ছে, সেটির স্ক্রিন চার ইঞ্চি।
‘আইফোন ৫এস’ ও ‘আইফোন ৫সি’ মডেলের পর আর চার ইঞ্চি স্ক্রিনের কোনো আইফোন বাজারে ছাড়া হয়নি। সর্বশেষ বাজারে ছাড়া হয় ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬এস’ মডেল দুটি। এ দুটি মডেলের স্ক্রিন ৪ দশমিক ৭ ও ৫ ইঞ্চির। দুটি মডেলেই আছে অ্যাপলের টাচ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ভিডিওটির ব্যাপারে এমআইসি গেজেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ফক্সকনের এক কর্মী ভিডিওটি ফাঁস করেছেন। অ্যাপলের জন্য হার্ডওয়্যার তৈরি করে ফক্সকন।