কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইবোনের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে উপজেলার উছমানপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বোন শোভা বেগমের স্বামীর বাড়িতে।
নিহত ভাইবোন হলেন মুর্শিদ মিয়া (৫৫) ও তার বড় বোন শোভা বেগম (৬০)। শোভা ওই গ্রামের জালাল উদ্দিন ভুইয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে বাজিতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আবু মিয়ার ছেলে মুর্শিদ মিয়া তার বড় বোন শোভা বেগমের বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে ভাইবোন মিলে একটি নতুন টিনের বেড়া লাগানোর সময় ওই ঘরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ পাঠিয়েছি। নিহত ভাইবোনের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।