ধলেশ্বরীতে দুই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, ডুবল বালুবাহী বাল্কহেড
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে দুই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে একটি বাল্কহেড ডুবে গেছে। ডুবে যাওয়া বাল্কহেড থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মিরেশ্বরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক এস এম আব্দুস সোবহান বলেন, ‘পদ্মা নদী থেকে বালু বোঝাই করে একটি বাল্কহেড রাজধানীর ঢাকার দিকে যাচ্ছিল। একই নৌপথ ধরে আরেকটি বাল্কহেড ঢাকা থেকে পদ্মা নদীর দিকে বালু আনতে মাওয়ার দিকে যাচ্ছিল। বাল্কহেড দুটি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর মিরেশ্বরাই এলাকায় আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী বাল্কহেডটি নদীতে ডুবে যায়।’
এস এম আব্দুস সোবহান বলেন, ‘তাৎক্ষণিকভাবে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ছয় জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। কেউ নিখোঁজ নেই। এ ঘটনায় যে বাল্কহেড ধাক্কা দিয়েছিল সেটি পালিয়ে গেছে।’
স্থানীয়রা বলেন, রাতের বেলা বালুবাহী বাল্কহেড নদী পথে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরেও নৌ পুলিশের উদাসীনতায় প্রতিদিন বালুবাহী বাল্কহেড চলাচল করছে। এতে নৌপথে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।’
রাতে বাল্কহেড চলাচলের বিষয়ে পুলিশ পরিদর্শক এস এম আব্দুস সোবহান বলেন, ‘আমরা একটি বোটের মাধ্যমে আমাদের নৌপথে দেখভাল করি। আমাদের লোকজনও সারা দিন নদীতে দায়িত্ব পালন করে। কখনো কখনো দু-একটি বাল্কহেড আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ ছাড়া নৌ পুলিশের তৎপরতার কারণে রাতের বেলা বাল্কহেড চলাচল বন্ধ রয়েছে।’