শাওন হত্যা : পুলিশসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন
নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবদলকর্মী শাওনকে হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তাসহ ৪২ জনকে আসামি করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের আদালতে মামলার আবেদন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ আদালতে এ মামলার আবেদন করেন তিনি।
গত বৃহস্পতিবারের (১ সেপ্টেম্বর) ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘সংবিধানে এখনও যে অধিকার আছে সেটি হলো গণতান্ত্রিক অধিকার, সমাবেশ-র্যালি করার অধিকার। সেই অধিকারটুকুও সরকার হরণ করেছে। সেটার প্রমাণ হচ্ছে ১ সেপ্টেম্বরের ঘটনা। একদলীয় সরকারের নমুনার চূড়ান্ত বহিঃপ্রকাশ সেদিন হয়েছে ।’
মামলার আইনজীবী ঢাকা বারের অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে পুলিশ বিনা কারণে উসকানি দিয়ে সরাসরি শান্তিপ্রিয় মিছিলে গুলি করে। এতে বহু নেতাকর্মী আহত হয় এবং যুবদলকর্মী শাওনের বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আদালতে ৪২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের উপপরিদর্শক কনক, যার গুলিতে শাওন নিহত হয়েছেন তাকে এক নম্বর আসামি করে এবং সোহাগকে ৪২ নম্বর আসামি করে এই মামলা করা হয়েছে। আইনসম্মতভাবে রুহুল কবির রিজভী আদালতে এই মামলার আবেদন করেছেন।’