খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা পিসিবির
পিসিবি ২০২২-২৩ মৌসুমের জন্য সব ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটারদের মাসিক বেতন এবং ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে।
নতুন আর্থিক মডেল অনুযায়ী, কায়েদ-ই-আজম ট্রফিতে অংশ নেওয়া একজন খেলোয়াড় আগে ৬০ হাজার পাকিস্তানি রুপি পেতেন, এখন এক লাখ রুপি ম্যাচ ফি পাবেন। ন্যাশনাল টি-টোয়েন্টি আসরে আগের ৪০ হাজার রুপির বিপরীতে এখন ৬০ হাজার রুপি পাবেন।
নন-প্লেয়িং সদস্যরা লাল এবং সাদা বলের ক্রিকেটে যথাক্রমে ৪০ এবং ২০ হাজার রুপি করে পাবেন।
পাকিস্তানের ঘরোয়া মৌসুম ৩০ আগস্ট জাতীয় টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়েছিল।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, নতুন কাঠামো অনুযায়ী এই ম্যাচ ফি পাবেন খেলোয়াড়রা।
সব মিলিয়ে পাঁচটি বিভাগে ১৯২ জন খেলোয়াড়কে চুক্তিতে নেবে পিসিবি। ১৫ জন খেলোয়াড় এ+ বিভাবে, ৩৫ জন ‘এ’ বিভাবে, ৪৭ জন ‘বি’ ক্যাটাগরিতে, ৭০ জন ‘সি’ ক্যাটাগরিতে এবং ২৪ জন ‘ডি’ ক্যাটাগরিতে থাকবেন। বোর্ড এখনও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম ঘোষণা করেনি।