হত্যা নয়, আত্মহত্যা করেন সাতকানিয়ার আমির : তদন্ত প্রতিবেদন
হত্যা নয়, গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছিল দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আমির হোসেন (১৯)। ৪১ দিন পর কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হলেও সেখানে হত্যাকাণ্ডের কোনো আলামত মেলেনি। ময়নাতদন্ত রিপোর্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা বলা হয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ও পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম।
আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়টি নিয়ে আদালতে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
সূত্রে প্রকাশ, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা আমিরকে পারিবারিকভাবে কবরস্থ করার অন্তত এক মাস পর হত্যার অভিযোগ ওঠে। ভাই জমির উদ্দিন সাতকানিয়া থানায় একটি অপমৃত্যুর মামলাও করেন পরিবারের সদস্য।
পরে আদালতের নির্দেশে মৃত্যুর ৪১ দিন পর গত ১২ জুন সকাল ১১টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কাজিরপাড়া এলাকায় কবরস্থান থেকে মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি আমরা আমির হোসেনের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছি। তাতে তাঁকে হত্যার কোনো আলামত মেলেনি। গলায় ফাঁসে তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আমরা অচিরেই আদালতে প্রতিবেদন দেব।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যা বলে শনাক্ত হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’