আইফোন ৭ প্লাসে থাকবে দুই লেন্সের রিয়ার ক্যামেরা
স্মার্টফোন প্রযুক্তিতে যোগ হয়েছে অভিনব অনেক কিছুই। কিন্তু মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবার নিয়ে আসছে একেবারে নতুন একটি প্রযুক্তি। প্রযুক্তি বাজারে গুজব উঠেছে, এ বছর অ্যাপলের আইফোন ৭ প্লাস মডেলের স্মার্টফোনে থাকতে পারে একসঙ্গে দুই লেন্সের রিয়ার ক্যামেরা।
ধারণা করা হচ্ছে, এ বছর আইফোন ৭-এর সঙ্গে বড় স্ক্রিনের ৭ প্লাসও বের হবে। অ্যাপলের ডিভাইস ও সফটওয়্যারের তথ্য ফাঁস করে দেওয়ার বিখ্যাত ওয়েবসাইট ‘ম্যাক রিউমার’-এর খবরে বলা হয়েছে, এবারের আইফোন ৭ প্লাসে একসঙ্গে দুটি লেন্সের রিয়ার ক্যামেরা থাকবে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, কেজিআই সিকিউরিটিজ বিশ্লেষক মিং চি কুয়ো সর্বপ্রথম ধারণা দেন এই গুজবের ব্যাপারে। তিনি জানিয়েছেন, এবার আইফোন ৭ প্লাসের দুটি সংস্করণ বের করবে অ্যাপল। এর মধ্যে একটিতে থাকবে দুই লেন্সের রিয়ার ক্যামেরা।
ছবি তোলার সময় দুটি লেন্সই কাজ করবে একসঙ্গে। এ ছাড়া অতিরিক্ত ক্যামেরা দিয়ে থ্রিডি ভিডিও ধারণ করা যাবে। এই লেন্স থাকায় রিফোকাসিং করা যাবে সানন্দে, যেটি বর্তমানে শুধু লিট্রো ক্যামেরায় পাওয়া যায়।
এ ছাড়া ক্যামেরায় ব্যবহার করা হবে নতুন ধরনের ইমেজিং এলগোরিদম, যা অ্যাপল অর্জন করেছে ক্যামেরা নির্মাতা ইসরায়েলি প্রতিষ্ঠান লিনেক্স ইমেজিং থেকে।
মোবাইল ফটোগ্রাফির জন্য আইফোনের এই ডাবল লেন্সের ক্যামেরা হয়ে উঠতে পারে ক্যামেরা জগতে একটি মাইলফলক। দিন দিন স্মার্টফোনের ক্যামেরা যদি এতটাই উন্নত হতে থাকে, একদিন হয়তো আলাদা করে ক্যামেরা কেনার প্রয়োজন থাকবে না।