ভারতের বাজারে ব্ল্যাকবেরির অ্যানড্রয়েড ফোন
ভারতের বাজারে ছাড়া হয়েছে ব্ল্যাকবেরি প্রিভ মডেলের হ্যান্ডসেট। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ব্ল্যাকবেরির এই সেটটির দাম রাখা হয়েছে ৬২ হাজার ৯৯০ রুপি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইন।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ব্ল্যাকবেরি প্রিভের বিক্রি শুরু হয়েছিল।
ব্ল্যাকবেরি প্রিভে চলবে ৫.১.১ ললিপপভিত্তিক অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৫ দশমিক ৪ ইঞ্চি কিউএইচডি (১৪৪০x২৫৬০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৫৪০ পিপিআই।
টাচস্ক্রিনের নিচেই রয়েছে একটি কোয়ার্টি কিপ্যাড। টাচস্ক্রিনটি স্লাইড করলেই বেরিয়ে আসবে কিবোর্ডটি।
এতে রয়েছে গ্লোভ মোড। এর প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ হেক্সা-কোর (১.৮ গিগাহার্জ ডুয়েল-কোর কর্টেক্স-এ৫৭ এবং ১.৪৪ গিগাহার্জ কোয়াড-কোর কর্টেক্স-এ৫৩)। সাথে আছে ৩ জিবি র্যাম ও আদ্রেনো ৪১৮ জিপিইউ।
স্মার্টফোনটিতে রয়েছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরো ২ টেরাবাইটের মেমোরি যোগ করা যাবে এতে। আছে ১৮ মেগাপিক্সেলের রিয়ার ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, পিডিএএফ, ডুয়েল এলইডি ফ্ল্যাশ, ফোরকে ভিডিও রেকর্ডিং।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৪.১, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি, এনএফসি, জিপিএস/এজিপিএস।
অন্যান্য অপশনের মধ্যে রয়েছে অ্যাকসেলোরোমিটার, ম্যাগনেটোমিটার, জিরোস্কোপ, টাইম অব ফ্লাইট (টিওএফ) সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, আলটিমিটার ও অ্যাক্টিভিটি মনিটর।
হ্যান্ডসেটটির ব্যাটারি ৩৪১০ এমএএইচ।