মুন্সীগঞ্জে শিক্ষক দিবস উদযাপন
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই স্লোগানে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচকরা বলেন, শিক্ষকরা জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করেন। এ কারণে শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে সকলের প্রতি আহবান জানান তারা।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।