বরিশালে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
বরিশালের বাবুগঞ্জে পুকুরে বিষ ঢেলে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার মাধাবপাশা ইউনিয়নের মধ্যপাংশা গ্রামের মাছ চাষি নাসির উদ্দিন নেগাবানের পুকুরে এ ঘটনা ঘটে।
মাধবপাশা ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দিনগত গভীর রাতে নাসির উদ্দিন নেগাবানের পুকুরে বিষ প্রয়োগের খবর শুনেছি। তাকে পুলিশে অভিযোগ দিতে বলেছি।’
মাছচাষি নাসির বলেন, ‘বাড়ির পাশের মধ্যপাংশা গ্রামে প্রায় আধা বিঘা জলকরের (জলাশয়ে মৎস্য চাষের জন্য যে খাজনা দার্য করা হয়) এ পুকুরে বিক্রিযোগ্য তিন লাখ টাকার মাছ ছিল। শুক্রবার রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে ওঠে। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগ দিয়েছি।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘পুকুরে বিষ দিয়ে মাছ মারার বিষয়ে এক চাষি অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’