সামরিক সরকারের বিদায়ী অনুষ্ঠান সূচিকে ঘিরে
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নেতৃত্বাধীন শেষ পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। আর এই অধিবেশনের প্রথমদিনে আয়োজন করা হয়েছিল এক বিদায়ী উৎসব। আর ওই উৎসবের নানা আয়োজন ছিল দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে ঘিরেই। উল্লেখ্য, গত নভেম্বর মাসের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আগামী মাসেই ক্ষমতায় বসতে যাচ্ছে সুচির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
রয়টার্স জানিয়েছে, শুক্রবারের বিদায়ী অধিবেশনে অংশ নেন বর্তমান সেনাসমর্থিত সরকারের জনপ্রতিনিধিরা। সুচিকে শুভেচ্ছা জানিয় শেষ দিনের অধিবেশনটিকে প্রাণবন্ত করে রাখেন তাঁরা।
বিদায়ী স্পিকার অধিবেশনের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রত্যেকের সম্পর্কে মজার মজার গল্প বলে আমি সবাইকে বিদায় জানাতে চাই। এ সময় তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নতুন পার্লামেন্ট ও মিয়ানমারের গণতন্ত্রে উত্তরণকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, স্বপ্ন সত্যি হতে চলেছে।
বিদায়ী অনুষ্ঠানে সুচিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ‘স্বপ্ন সত্যি হতে চলেছে’ -এমন একটি গান গেয়ে সুচিকে স্বাগত জানান সংসদ সদস্যরা। অনুষ্ঠানে সম্প্রদায়গত সংখ্যালঘুরা নৃত্য পরিবেশন করেন।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে মিয়ানমার শাসন করছে দেশটির সেনাসমর্থিত রাজনৈতিক দল দ্য ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। তবে গত নভেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এনএলডি। ৮০ ভাগেরও বেশি আসনে জয়ী হয় অং সান সুচির দল। এরপর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য দেশটির বর্তমান সামরিক সরকার একটি কমিটি গঠন করেছে।