দিনাজপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুজনের মৃত্যুদণ্ড
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গৃহবধূকে ধর্ষণের দায়ে দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দিনাজপুর ফুলবাড়ীর মিরপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাগর (৩২) ও একই গ্রামের হানিয়া হাজার ছেলে বুধু (৪২)।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় ওই উপজেলার মিরপুর গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ি যাওয়ার পথে একটি অটোরিকশা ভাড়া করতে প্রতিবেশি বুধু এবং সাগরের সহায়তা চান ওই গৃহবধূ। অটো ভাড়া করে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যান। পরে গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরে ফুলবাড়ী থানায় তাঁদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। পরে পুলিশ সাগর ও বুধুকে গ্রেপ্তার করলে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ দুই বছর মামলা চলার পর আদালত আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) তৈয়বা বেগম বলেন, ‘আমরা রায়ে খুশি হয়েছি। দ্রুত এ রায় কার্যকরের দাবি জানাই।’