মানবতার কল্যাণে ব্র্যাক ব্যাংকের ম্যারাথন
মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেডের উদ্যোগে এক ধরনের মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ২০ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে।
কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১১ সাল থেকে প্রতিবছর রাজধানীর সড়কে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করছে ব্যাংকটি।
২৯ জানুয়ারি সকাল ৭টায় এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ব্র্যাক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের চার হাজার কর্মী এতে অংশ নেন।
মানিক মিয়া এভিনিউর সেন্টার পয়েন্ট এ দৌড় শুরু হয়। এর পর আগারগাঁওয়ের রোকেয়া সরণি দিয়ে মিরপুর রোডের শিশুমেলা থেকে আসাদগেট হয়ে আবার মানিক মিয়া এভিনিউতে এসে দৌড় শেষ হয়।
এ প্রতিযোগিতা অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন।
এই দৌড় উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা ১০ লাখ টাকার তহবিল সংগ্রহ করেন। ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয় আরো ১০ লাখ টাকা। মোট ২০ লাখ টাকার তহবিল সংগ্রহ হয়েছে।
এই তহবিল থেকে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। ম্যারাথন শেষে ব্র্যাক ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের সভাপতি ওমর গোলাম রাব্বানীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
ব্র্যাক ব্যাংকের এই দৌড় তহবিলের অর্থ দিয়ে পঞ্চগড় ও রংপুরে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দুই হাজার ৭০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
সেলিম আর এফ হোসেন বলেন, ‘চলতি বছর দৌড়ে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। আমি বিশ্বাস করি, আমরা একসঙ্গে মানবতার কল্যাণে ভিন্ন মাত্রা যোগ করতে পারি।’