গোপালগঞ্জে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে আগামী ২৯ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে যড়যন্ত্রমূলক মামলা ও হয়রানির প্রতিবাদ এবং কমিটিতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় কাশিয়ানী উপজেলা যুবলীগের সভাপতি কাজী নূরুল আমিন তুহিন বলেন, ‘আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে গত ৫ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিগত সময়ে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে বিএনপি-জামায়াত থেকে অনুপ্রবেশকারী হাইব্রিড ও মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসা করে দিলেও গত মঙ্গলবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের ইন্ধনে কাশিয়ানী উপজেলা যুবলীগের সভাপতি কাজী নূরুল আমিন তুহিন এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ ২২ জনের নামে কাশিয়ানী থানায় একটি ষড়যন্ত্রমূলক মামলা করা হয়।’
নূরুল আমিন তুহিন বলেন, ‘এ মামলায় ইতোমধ্যে কাশিয়ানী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টিটুল শেখ, এম এ খালেক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মুন্সী, কাশিয়ানী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুজিত মুন্সী ও আল-আমিন সাগর কারাগারে রয়েছেন। কাজী নুরুল আমিন তুহিনসহ অন্যান্য আসামিরা গোপালগঞ্জের সংশ্লিষ্ট আদালত থেকে আজ বৃহস্পতিবার জামিন নেন।’
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, উপজেলা আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক মো. শরাফাত হোসেন লাভলু, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোল্লা খালিদ হোসেন লেবু, সাবেক ছাত্রলীগ নেতা মুন্সী আলমগীর হোসেন, তুহিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান বলেছেন, মামলার বিষয়ে সংসদ সদস্য মো. ফারুক খান কিছুই জানেন না। তাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করা হয়েছে। আসলে গত ৫ নভেম্বর তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছিল। সে ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা করা হয়েছে।
মশিউর রহমান আরও বলেন, ‘হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা আমাদেরকে বিস্মিত করেছে। প্রতিযোগিতার রাজনীতি করি, প্রতিহিংসার রাজনীতি আমরা করি না।’