নেত্রকোনায় বেড়িবাঁধ কেটে মাছ শিকারের অভিযোগ
নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের নয়াপাড়া ও পদারকোনা গ্রামের পাশে বেড়িবাঁধ কেটে চলছে মাছ শিকারের মহোৎসব। এর আগে গত আগস্টে চলে এমন ঘটনা। সে সময় স্থানীয়রা অভিযোগ জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। খবর প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। পরে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় প্রশাসন। মেরামত করে বেড়িবাঁধ। এরপর সম্প্রতি আবারও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ এলো।
অভিযোগসূত্র বলছে, মদন উপজেলার গোবিন্দশ্রী থেকে পদারকোনা পর্যন্ত বেড়িবাঁধের পদারকোনা ও ঘাটুয়া দুই মৌজার সংযোগস্থলে পদারকোণার কাছে নয়াবিলের বাঁধে এবং নয়াপাড়া ঈদগাহ্ মাঠ হতে নয়াপাড়া বাজারে যেতে হোল্ডার বেড়িবাঁধ কেটে অবৈধভাবে মাছে শিকার চলছে। যদিও অনুমতি নিয়ে মাছ ধরছেন বলে দাবি করেছেন মাছ শিকারিরা।
মাছ শিকারী আরিফ মিয়া জানান, ভূমি অফিসের অনুমতি নিয়েই আমারা বেড়িবাঁধের মাছ শিকার করছি। এমন দাবি করেন আরও অনেকে।
স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গত ১০ থেকে ১৫ দিন ধরে কিছু লোক মাছ শিকার করছে।’
এ বিষয়ে জেলা পরিষদের সদস্য এস এম মনিরুল টিটু বলেন, ‘বেড়িবাঁধ কেটে মাছ শিকার অবৈধ। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, প্রশাসনের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন জানান, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনূর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহনূর রহমান বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’