জঙ্গি ছিনতাইয়ে কারও গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা তদন্তের জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারও গাফিলতি বা সংশ্লিষ্টতা থাকলে, তাদের বিরুদ্ধে কমিটির সুপারিশের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের কাশিমপুর কারাগারে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী ৩০১ জন কারারক্ষীর অংশগ্রহণে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রণকারী তিনজন কারারক্ষীর হাতে পুরস্কার তুলে দেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী হোসেন, কারামহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে পালিয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে এলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কারও গাফিলতি বা সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’