সীমান্তে বাংলাদেশিদের হত্যা না করতে বিজিবির অনুরোধ
বাংলাদেশ-ভারত সীমান্তে যেন আর কোনো বাংলাদেশিকে গুলি করে হত্যা না করা হয়, সে জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে অনুরোধ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাটের অদূরে ভারতের সীমান্তবর্তী খোয়াই শহরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ অনুরোধ করা হয়।
বৈঠক শেষে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের উপমহাপরিচালক কর্নেল তারিকুল ইসলাম খান জানান, বিএসএফ কথা দিয়েছে যে তাদের জীবনের ওপর হামলা না হওয়া পর্যন্ত কাউকে গুলি চালাবে না তারা।
এ ছাড়া বৈঠকে মাদক চোরাচালান রোধে নজরদারি বাড়াতে ঐকমত্য পোষণ করেছে বিজিবি ও বিএসএফ। পাশাপাশি সীমান্ত এলাকার নদীর তীর সংরক্ষণের কাজ ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপমহাপরিচালক কর্নেল মো. তারিকুল ইসলাম খান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন পানিসাগর এবং তেরিয়ামুড়া সেক্টরের ডিআইজি ডি কে শর্মা ও রাজীব সিনহা।
এ ছাড়া দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে শিগগিরই একটি হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছে বিজিবি।