ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের আজকের দিনে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে দেখা গেছে। বিশেষ করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের গৌরবময় ভূমিকা রয়েছে। আবার আশি ও নব্বই দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল।
বিভিন্ন সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতিত নিপীড়িত, অধিকারবঞ্চিত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে দলটির নেতাকর্মীর প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দলটি অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ করে ছাত্রদল।