মেয়াদ বাড়ল তিন ডেপুটি গভর্নরের
বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের মেয়াদ বাড়ানো হয়েছে। তাঁরা হলেন আবু হেনা মো. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা।
গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে এ তিনজনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ১০(৪) নম্বর ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের চুক্তির মেয়াদ আগের চুক্তির অনুরূপ শর্তে যোগ দেওয়ার তারিখ থেকে ৬২ বছর বয়স পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার চুক্তির মেয়াদ আগামী ১৪ জুলাই, এস কে সুর চৌধুরীর চুক্তির মেয়াদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি ও আবু হেনা মো. রাজী হাসানের চুক্তির মেয়াদ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আবু হেনা মো. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা ২০১২ সালের ২৩ জানুয়ারি চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। আগের চুক্তি অনুযায়ী গত ২২ জানুয়ারি তাঁদের মেয়াদ শেষ হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তিন ডেপুটি গভর্নরের মেয়াদ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার তাঁদের নতুন করে মেয়াদ বাড়াল।