ইংরেজি বিষয়ে ব্যবসায় শিক্ষার শিক্ষক নিয়োগ
বিষয় ইংরেজি। কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ব্যবসায় শিক্ষায় ডিগ্রিধারী ব্যক্তিকে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিপুল পরিমাণ ঘুষ নিয়ে এই নিয়োগ দিয়েছে অভিযোগ করে আন্দোলনে নেমেছে স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ গ্রামবাসী।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ে ‘ইংরেজি শিক্ষক শূন্য পদে ব্যবসায় শিক্ষার শিক্ষক নয়’ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী সমন্বয়ে গঠিত নাগরিক সংগ্রাম কমিটি।
অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক না থাকায় সম্প্রতি শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়। সেখানে ইংরেজি বিষয়ে এমএ ডিগ্রিধারী অনেকেই আবেদন করলেও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক চৌধুরী ও স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের যোগসাজশে ব্যবসায় শিক্ষায় ডিগ্রিধারী শিমুল হোসেন নামের এক ব্যক্তিকে ৩ ডিসেম্বর গোপনে নিয়োগ দেওয়া হয়। এ জন্য শিমুলের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ নেওয়া হয়েছে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে ইংরেজি বিষয়ের শূন্যপদে ইংরেজি বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
নাগরিক সংগ্রাম কমিটির পক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক নাজিম উদ্দিন মালিথা, আবদুল মজিদ, মাসুদ উজ্জামান লিটু প্রমুখ।
শিক্ষক নিয়োগের ব্যাপারে জানতে চাইলে ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক চৌধুরী জানান, তিনি অসুস্থ। এখন কোনো কথা বলতে পারবেন না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসের এনটিভি অনলাইনকে বলেন, ‘ইংরেজি বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য একবার সার্কুলার দিয়েছিলাম। কিন্তু কেউ আবেদন করেনি। তাই ওই বিষয়ে কোনো শিক্ষক পরে নেব। ব্যবসায় শিক্ষা বিষয় পড়ানোর জন্য শিক্ষক প্রয়োজন হওয়ায় ওই বিষয়ে শিক্ষক নেওয়া হয়েছে। এ নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়।’