প্রেমিকা প্রতারণা করছে? এই ৩ ঘাটতি আছে আপনার
মেয়েদের চেয়ে ছেলেরা বেশি প্রতারণা করে। এই কথা যুগ যুগ ধরেই শুনে আসছি। কিন্তু অনেক সময় মেয়েরাও প্রতারণা করে থাকে। এর পিছনে কিছু কারণও আছে। নানা রকম অবস্থার সম্মুখীন হওয়ার পরই একজন মেয়ে সঙ্গীর সঙ্গে প্রতারণা করে থাকে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে মেয়ে সঙ্গীর প্রতারণার তিন কারণ।
সঙ্গীর প্রতি ভালোবাসার অভাব
মেয়েদের প্রতি ভালোবাসা আর সম্মান না দেখালে তারা প্রতারণা করে। প্রেম, যত্ন এবং বোঝাপড়ার অভাব থাকলে মেয়েরা কষ্ট পায়। তারা আর ঐ সম্পর্কে স্থায়ী হতে চায় না। আবার সততা, মনোযোগ, যত্নের অভাবের কারণেও ঘটতে পারে। তাই আপনার মেয়ে সঙ্গীর প্রতি মনোযোগ দিন। তার যত্ন নিন। তাকে সম্মান করুন।
যৌন ইচ্ছার অভাব
সঙ্গীর প্রতি যৌন আকর্ষণ না থাকলে মেয়েরা প্রতারণা করে থাকে। দম্পতির মধ্যে বোঝাপড়ার অভাবের কারণে যৌন আকাঙ্ক্ষা স্বীকৃতি দেয় না। আপনার মেয়ে সঙ্গীর সাথে কথা বলুন। তার সাথে সময় কাটান। তাকে বুঝান আপনি তার প্রতি আকৃষ্ট।
আটকা পড়ার অনুভূতি
মেয়েরা আটকে পরার অনুভব করলে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাদেরকে স্বাধীনতা দিন। বন্ধুদের সাথে ঘুরতে দিন। আপনার মেয়ে সঙ্গীকে পার্সোনাল স্পেস দিন। আপনি সময় দিতে না পারলে সে একাকীত্বের অনুভব করবে। এসময় সে এই সম্পর্ক থেকে বের হয়ে যেতে চাইবে।