৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
এবার ভূমিকম্পে ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন। আজ মঙ্গলবার (৭ মার্চ) স্থানীয় সময় দুপুরে মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরোর পাহাড়ি সোনার খনির প্রদেশের মারাগুসান পৌরসভা থেকে কয়েক কিলোমিটার দূরে ভূমিকম্প আঘাত হানে। খবর এনডিটিভির।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মী জানান ‘ভূমিকম্পটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল এবং তার পরে আফটারশক হয়েছিল।’ কম্পনের বর্ণনা দিতে গিয়ে দিয়ে তিনি বলেন, ‘ভূমিকম্পে শুরু হলে আমরা আমাদের ডেস্কের নিচে গিয়ে আশ্রয় নিলাম এবং কাঁপা বন্ধ হয়ে গেলে আমরা সরাসরি বাইরে চলে যাই।’
মাটির গভীরে যেসব ভূমিকম্প হয় সেগুলোর তুলনায় অগভীর ভূমিকম্পগুলোতে বেশি ক্ষয়ক্ষতি হয়। তবে মঙ্গলবার ফিলিপাইনে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের বিপর্যয়ের কথা শোনা যায়নি। তবে এটির প্রভাবে জাতীয় মহাসড়কে কোনো ভূমিধসের ঘটনা ঘটেছে কি না এখন সেটি খতিয়ে দেখছেন তারা।