বালুর নিচে মিলল চার শিশুর লাশ
হবিগঞ্জের বাহুবল থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন বাড়ির অদূরে পুঁতে রাখা একটি লাশের হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থলে যাওয়ার পর লাশ উদ্ধারকাজ শুরু করে পুলিশ।
নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থানীয় সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাঈল হোসেন (১০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিখোঁজ শিশুরা শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের মাঠে খেলাধুলা করতে গিয়েছিল। সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না যাওয়ায় অভিভাবকরা খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই মাইকযোগে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।
মৃত্যুর প্রকৃত কারণ বের করতে লাশগুলো হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতদের স্বজনরা দাবি করেছেন, আবদুল আলিম নামে এক ব্যক্তির সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এর জের ধরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিখোঁজ শিশুদের পরিবারগুলোতে এখন চলছে কান্নার রোল।