বায়ার্নের প্রত্যাবর্তন না কি সেমিতে যাবে সিটি?
প্রথম লেগে তিন গোলের জয় পেয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। তিন গোলে পিছিয়ে থাকলেও হাল ছাড়তে নারাজ বায়ার্ন মিউনিখ। শেষের আগে শেষ বলতে চায় না তারা।
ধারেভারে কেউ কারও চেয়ে কম নয়। এক দল ইংল্যান্ডের অন্যতম সেরা, আরেক দল জার্মানির। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাত একটায় বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে বায়ার্ন ও সিটি।
প্রথম লেগে সিটির মাঠে ৩-০ গোলে হেরে এসেছে বায়ার্ন। উড়তে থাকা সিটির সামনে আজ আরেকবার পড়ছে বাভারিয়ানরা। তবে, ঘরের মাঠ বলে আপাত অসম্ভবকে সম্ভব করতে দৃঢ়প্রতিজ্ঞ জার্মান চ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে স্বাগতিক দর্শকরা দলটির অন্যতম সাহসের জায়গা। পাশাপাশি চলতি মৌসুমে দলের অন্যতম সেরা তারকা এরিক ম্যাক্সিম চুপো-মোটিং চোট কাটিয়ে ফিরছেন। যা বাড়তি শক্তি জোগাবে বাভারিয়ান শিবিরে।
নিজেদের প্রত্যাবর্তনের জন্য সর্বস্ব দিয়ে লড়াই করার কথা জানালেন বায়ার্ন কোচ থমাস টুখেল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তুখেল বলেন, ‘এটি এক ম্যাচের ব্যাপার এবং যেকোনো কিছুই ঘটতে পারে। ফুটবল ম্যাচে সবসময়ই আপনি এমন কিছু মুহূর্ত পাবেন যা আপনার পক্ষে আসবে। সঙ্গে ভাগ্যেরও কিঞ্চিত সহায়তা প্রয়োজন। সেমির দরজা যদি সামান্যও খোলা থাকে, আমরা শেষ পর্যন্ত তা ঠেলে ভেতরে ঠোকার চেষ্টা করব।’
বায়ার্নে কাজটা যে সহজ হবে না তা কেবল বায়ার্ন নয়, জানে পুরো ফুটবল দুনিয়া। চলতি মৌসুমে অবিশ্বাস্যরকম ছন্দে আছে ম্যানসিটি। সর্বশেষ ১০ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে। শুধু জয় বললে ভুল হবে, ছেলেখেলা করেছে প্রতিপক্ষদের নিয়ে। এই ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৭ গোল দিয়ে মাত্র ৪ টি হজম করেছে সিটিজেনরা। যেভাবে ছিন্নভিন্ন করেছেন বিপক্ষের রক্ষণ, সেভাবে আগলে রেখেছেন নিজেদেরটাও। ম্যাচে পূর্ণ শক্তির দলটাকেই পাচ্ছে সিটি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘ম্যাচটি ইউরোপের অন্যতম সেরা দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। আমরা চেষ্টা করব নিজেদের সহজাত খেলাটা খেলতে এবং ম্যাচ জিততে।’
উড়তে থাকা সিটিকে থামিয়ে প্রত্যাবর্তনের ইতিহাস গড়তে পারবে বায়ার্ন না কি আরও একটি সিটিজেন নাইট উপহার দিবে আর্লিং হলান্ডরা, তা জানা যাবে রাতেই। ইউরোপের পাওয়ারপ্যাক দুই দলের জমজমাট লড়াই দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমিরা।
সেমি ফাইনালে উঠতে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যচে রাত একটায় মুখোমুখি হবে ইন্টার মিলান ও বেনফিকা।