প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তা পেল হিলির ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা
দিনাজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা তহবিল থেকে শিক্ষার্থীদের হাতে মোট তিন লাখ টাকা তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জন শিক্ষার্থীকে এক লাখ ৪৮ হাজার ৮০০ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে চার হাজার, উচ্চ মাধ্যমিক সাতজন শিক্ষার্থীকে ৬৭ হাজার ২০০ এবং বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, স্থানীয় ট্রাকমালিক সমিতির সম্পাদক কামাল হোসেন রাজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ প্রমুখ।