এবার সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বাফুফের সহসভাপতি
সাংবাদিকদের মা-বাবা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ও সহসভাপতি কাজী নাবিল আহমেদের বেফাঁস মন্তব্য নিয়ে পরিস্থিতি শান্ত হয়নি। গতকাল মঙ্গলবার (২ মে) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সাংবাদিক ও তাঁদের পরিবার নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন সালাউদ্দিন ও নাবিল আহমেদ।
পরে এর তীব্র নিন্দা জানান সাংবাদিকরা। এমনকি কাজী সালাউদ্দিনকে দেওয়া সম্মাননাসূচক সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এর প্রেক্ষিতে গতকালই একটি ভিডিওবার্তায় সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। এবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন নাবিল আহমেদ।
আজ বুধবার (৩ মে) বাফুফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দেওয়া হয়। ফেডারেশনের সহ সভাপতি কাজী নাবিল আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘গত ২ মে মঙ্গলবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের পূর্বে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সেখানে আমার সবসময়ের সহযাত্রী সম্মানিত সাংবাদিক ভাইদের নিয়ে করা আমার একটি মন্তব্যে তারা ভীষণ মর্মাহত হয়েছে। এই মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই ধরনের মন্তব্য করা কোনোভাবেই আমার উচিত হয়নি। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত। এই সেক্টরে আমাদের পারিবারিক সম্পর্কের বিষয়টি সবার জানা। এই মন্তব্য আমার ওপরও এসে পড়ে। তাই আপনাদের কেমন লাগছে সেটা আমি অনুভব করতে পারছি।’
সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি বিবৃতির শেষে সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ করেন বাফুফে সহসভাপতি নাবিল আহমেদ। শেষে তিনি বলেন, ‘আশা করছি আমার সাংবাদিক ভাইয়েরা বরাবরের মতো আমার সঙ্গে থাকবেন।’
বাফুফের এমন মন্তব্যে জল গড়িয়েছে অনেক দূর। কাজী সালাউদ্দিনের ভিডিওবার্তা, নাবিল আহমেদের বিবৃতি প্রমাণ করে বেশ অস্বস্তিতে আছেন দেশের ফুটবলের বড়কর্তারা।