শেহনাজ কৌর গিল একাধারে ভারতীয় মডেল, অভিনেত্রী ও সংগীতশিল্পী। সুপারস্টার সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো বিগ বস তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তোলে। বিগ বসের ১৩তম মৌসুমে তিনি দ্বিতীয় রানারআপ হন। এরপর থেকেই পাদপ্রদীপের আলোয় শেহনাজ। পাঞ্জাবের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন শেহনাজ। একঝলকে দেখে নিন এই অভিনেত্রীর দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে নেওয়া