ভাসানী প্রতিষ্ঠিত মার্কেট ভেঙে স্থাপনা নির্মাণের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত পীর শাহজামান মার্কেট ভেঙে ও জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে টাঙ্গাইলের পৌর এলাকা সন্তোষে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী নিজ হাতে এই পীর শাহজামান মার্কেট নির্মাণ করেছিলেন। পাঁচ শতাধিক দরিদ্র ছোট ছোট ব্যবসায়ী এখানে জীবিকা নির্বাহ করছে। তাদের উচ্ছেদ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে প্রায় ১০ একর জায়গার মধ্যে স্থাপনা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এই জায়গায় বেশ কয়েকটি পুকুরও রয়েছে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও ভাসানীর অনুসারীরা ইতোপূর্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছে। কোনো কিছুর তোয়াক্কা না করে মওলানা ভাসানী প্রতিষ্ঠিত এই মার্কেট ভেঙে ও জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করে একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। জীবন দিয়ে হলেও এই অপচেষ্টা প্রতিরোধ করা হবে বলে মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর নাতি হাসরত খান ভাসানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।