১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার
প্রথম লেগের জয়ে কাজটা আগেই সহজ করে রেখেছিল ইন্টার মিলান। দ্বিতীয় লেগে এসেও পেল স্বস্তির জয়। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে টানা দুই লেগ জিতে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ইন্টার মিলান।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল মঙ্গলবার রাতে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইন্টার মিলান। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লাওতারো মার্টিনেস।
এর আগে প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতেছিল ইন্টার। এবার এক গোলে জিতে মোট ৩-০ গোলের অগ্রগামিতায় প্রতিযোগীতার ফাইনালে জায়গা করে নিয়েছে সিমোনে ইনজাগির দল।
এর আগে ২০০৯-১০ মৌসুমে শেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল ইন্টার মিলান। সেবার শিরোপাও জিতেছিল তারা। মাঝে কেটে গেল এতগুলো বছর। দীর্ঘ সময় পর অবশেষে ফের ইউরোপসেরার শিরোপার মঞ্চে খেলবে ইন্টার মিলান।
এবারের আসরের আরেক সেমিফাইনালে আজ বুধবার (১৭ মে) রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি লড়বে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের।