আঁধার বিনাশী শুভাগমন
পিতার স্বপ্ন পূরণে তোমার প্রত্যাবর্তনে
কেটেছে আঁধার, ভেঙেছে অর্গল,
রক্তস্নাত বাংলাদেশ আজ বিশ্ব পথিকৃৎ,
অনাহারী মানুষের মিছিল
হারিয়ে গেছে মহাকালের দেয়ালে।
তোমার শুভ প্রত্যাবর্তনে
মানুষের পরনে কাপড়,
পায়ে পাদুকা, ঘরে ঘরে আলোকচ্ছ্বটা,
গ্রামে-গ্রামে, মোড়ে-মোড়ে সুখের আড্ডা।
মুক্তিকামী জনতার প্রার্থনায় তোমার প্রত্যাবর্তনে
একদা উপার্জনকারী আজকের প্রবীণ
ভিক্ষার কম্পমান হাত প্রসারিত করে না,
পত্রিকায় পাতায় মঙ্গা শব্দটি ছাপা হয় না,
জীর্ণ শীর্ণ হাড্ডিসার ছবিগুলো
শহীদের আত্মদানকে ভেঙচি কাটে না,
মাথা উঁচু করে বাঁচে সব বাঙালি।
জয়ধ্বনিপূর্ণ তোমার প্রত্যাবর্তনে
নারীর সামনের অবলা শব্দটি হারিয়ে গেছে
পুরুষের সাথে তাল মিলিয়ে
দেশগঠনে জোর কদমে এগিয়ে চলছে।
আঁধার বিনাশী তোমার শুভাগমনে
সাদা সাহেবরা আমাদের উচ্ছ্বিষ্ঠভোগী
পরজীবী মনে করে
দয়ার নছিহত করতে শতবার ঢোক গিলে।
আমার লালসবুজ পতাকা আজ
তোমার মহিমায়
সবুজ আলো ছড়ায় বিশ্বময়।