সাবেক সমাজকল্যাণ মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কুটিরগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
এর আগে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহসহ তাঁর সংসদীয় এলাকা মাধবপুর উপজেলা সদর, চুনারুঘাট শাহী ঈদগাহ ও শায়েস্তাগঞ্জ ঈদগাহে চারটি জানাজা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজায় মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও সাবেক চিফ হুইফ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদসহ দলীয় নেতারা। জানাজায় ইমামতি করেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। পরে এনামুল হক মোস্তফা শহীদকে গার্ড অব অনার দেওয়া হয়।
এনামুল হক মোস্তফা শহীদ হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুর সংসদীয় আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের ২০০৯ থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত সরকারে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন এনামুল হক মোস্তফা শহীদ। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।