বিএনপি এখন খিচুড়ি মার্কা দল : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই। খালেদা জিয়ার বিএনপি এখন খিচুড়ি মার্কা দলে পরিণত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের ১০০ শয্যার নবনির্মিত ভবন উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের কাছে বিএনপির আন্দোলন করা শিখতে হবে। আওয়ামী লীগ আন্দোলনে নেমে বিএনপির মতো মাঠ ছেড়ে পালায় না। আওয়ামী লীগের বিকল্প কেবল আওয়ামী লীগ, শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশে জ্বালাও-পোড়াও করে মানুষকে পুড়িয়ে মেরে এখন শান্ত হয়েছেন। তিনি বুঝেছেন, নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। ২০১৯ সালের আগে দেশে জাতীয় নির্বাচন হবে না। ২০১৯ সালে যে নির্বাচন হবে সে নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনে অংশ নিতে হবে। আর খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও তিনি মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম আরো বলেন, দেশের ইতিহাসে এক সঙ্গে ছয় হাজার চিকিৎসক নিয়োগ ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। অরবিন্দ শিশু হাসপাতাল শিশুদের চিকিৎসার জন্য মাইলফলক হয়ে থাকবে। ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় অলাভজনক হাসপাতাল গড়ে তোলার জন্য তিনি ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানান।
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সভাপতি হাসান মাহমুদ, মহাসচিব এম ইকবাল আর্সলান, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রজতজয়ন্তি অনুষ্ঠানে যোগ দেন।