দিনাজপুরে বাসচাপায় প্রাণ গেল দম্পতির
দিনাজপুরের সদর উপজেলার লক্ষ্মীতলা মোড়ে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেলে থাকা দম্পতি নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দীনেশ চন্দ্র রায় (৩৫) ও তাঁর স্ত্রী শ্যামলতা রায় (২৪)। তাঁদের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাউল গ্রামে।
মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। তাঁদের দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাবলু এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। পথে লক্ষ্মীতলা মোড় এলাকায় এটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দম্পতি নিহত হন।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান জানান, ওই দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।