নরসিংদীতে এ কে খাঁন অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজ রোববার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় শীতলক্ষ্যা নদীর তীরে এ কে খান অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে এদিন দেশের বিভিন্ন স্থানে আরো নয়টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
১০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সরকারি অর্থায়নে চারটি ও বেসরকারি অর্থায়নে ছয়টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে।
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড ডাঙ্গায় ২০০৯ সাল থেকে ২০০ একর জমির ওপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) ও ৫০ একর জমির ওপর অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ করছে। এরই মধ্যে জমি অধিগ্রহণ, বালু ভরাট ও সীমানাপ্রাচীরের নির্মাণকাজ শেষ হয়েছে। গত বছর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দেশের প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে এ কে খান অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেয়।
এ অর্থনৈতিক অঞ্চলের বিশেষ সুবিধা হলো কনটেইনার টার্মিনাল। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে বার্জযোগে কনটেইনারভর্তি মালামাল সহজেই নদীপথে পরিবহন সম্ভব হবে। এতে সড়কপথ ও রেলপথে পণ্য পরিবহনের চাপ কমবে। একই সঙ্গে পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার শিল্পকারখানার পণ্য পরিবহনে সময় ও অর্থ সাশ্রয় হবে।
প্রকল্পের নিরাপত্তা ও প্রশাসনিক প্রধান মেজর (অব.) জি এম খোরশেদ আলম বলেন, এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নে ৭০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। সার্ভে, মাস্টারপ্ল্যান, বিদেশি পরামর্শক নিয়োগের কাজ চলছে। দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, ভারত, কুয়েতসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। কিছুদিনের মধ্যেই অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
এ কে খান অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (লজিস্টিক, শিপিং অ্যান্ড পোর্ট) এমরান মিয়া চৌধুরী বলেন, ‘আমাদের অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হাইটেক পার্ক নির্মাণ করা হবে। ইলেকট্রনিকস যন্ত্রাংশ, এয়ারক্রাফট, মোবাইল, গাড়ি, টেক্সটাইল মিল ও টিভির যন্ত্রাংশের শতাধিক বৃহৎ কারখানা প্রতিষ্ঠিত হবে। আশা করছি, ২০১৭ সালে কনটেইনার টার্মিনাল ও ২০১৮ সালে অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে যাবে।’
এদিকে, ডাঙ্গায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও কনটেইনার টার্মিনাল প্রতিষ্ঠা নরসিংদীর বড় অর্জন বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। তিনি বলেন, ‘উত্তম যোগাযোগব্যবস্থা ও ভৌগোলিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর উজ্জ্বল শিল্প সম্ভাবনা নিয়ে আশাবাদী। অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগের ফলে ডাঙ্গায় শিল্পবিপ্লব ঘটবে বলে আমার বিশ্বাস।’ তিনি আরো বলেন, এরই পরিপ্রেক্ষিতে পাঁচদোনা-ডাঙ্গা সড়ক দুই লেনে উন্নীতকরণ ও শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা অংশ নেবেন।