ঈদে এনটিভিতে নিলয়-হিমির সম্পর্ক ‘বাসায় মানবে না’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ‘বাসায় মানবে না’ শিরোনামে নাটক।
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নাটকটি পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। আর নাটকটির চিত্রনাট্যে ছিলেন মানব।
নাটকের গল্প এমন—নিলয়ের সঙ্গে হিমির সম্পর্ক অনেকদিনের হলেও হিমির বাবা-মায়ের যেরকমের ছেলে পছন্দ সেরকম ছেলে নিলয় না। কারণ হিমির বাবা-মা চায় তাদের জামাইয়ের গুলশান অথবা বনানীতে নিজস্ব বাসা থাকতে হবে এবং অনেক টাকার বেতনের চাকরি করতে হবে। হিমির একটি কথায় ভালো চাকরি ছাড়া বাসায় মানবে না। এজন্য নিলয় হিমির কথামত চাকরি খুঁজতে শুরু করে। আর এই নাটকের বাকী অংশটুকু দেখতে চোখ রাখুন ঈদে এনটিভির পর্দায়।