পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন
উদ্বোধনের দিন থেকে প্রথম বছরে (৩৬৫ দিন) পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৭৫ হাজার ২০৫টি যানবাহন। টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৬৫০ টাকা। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী আজ রোববার (২৫ জুন) দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
তবে বাংলাদেশ সেনাবাহিনী ও এসএসএফ তাদের পরিবহণের পারাপারে প্রতি মাসে মোট টোল একসাথে প্রদান করায় এ মাস শেষে তাদের টোল পাওয়া যাবে। এতে প্রথম বছরের টোলের পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সেতু বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতিদিন গড়ে পাড়ি দিয়েছে সাড়ে ১৫ হাজারের কিছু বেশি যানবাহন। আর দৈনিক গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১০ লাখ টাকার বেশি। গত ২০ এপ্রিল সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য খুলে দেওয়ার পর বেড়েছে যানবাহনের সংখ্যা, আদায় হচ্ছে আরও বেশি টোল; যা সংযুক্ত হচ্ছে রাজস্বখাতে।
এদিকে উদ্বোধনের পর এক মুহূর্তের জন্যও পদ্মা সেতুতে বন্ধ ছিল না যানবাহন চলাচল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ দিনে রাতে ছুটে চলেছে অবিরাম গতিতে।
স্বপ্নের সেতুর কারণে অবিরাম ছুটে চলায় উচ্ছ্বসিত এই পথের যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা। ভোগান্তির দৃশ্যপট পরিবর্তন করে স্বস্তির যাত্রা তৈরির জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
কয়েকজন যাত্রী জানান, এক বছর পূর্তির এই দিনটি এ পথে যাত্রীদের জন্য স্মরণীয়। কারণ ঠিক এক বছর আগেই এই পথে যাতায়াতে ভোগান্তিমুক্ত হয়েছিল কোটি মানুষ। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঘটেছিল নতুন বিপ্লব। দিনে কিংবা রাতে এখন সমান গতিতে গন্তব্যে পৌঁছাতে পারছে সাধারণ মানুষ। সবই সম্ভব হয়েছে ৬ দশমিক কিলোমিটারের স্বপ্নের পদ্মা সেতুর কারণে।
প্রসঙ্গত, ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল পদ্মা সেতু গত বছর ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন। পরদিন সকাল থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।