ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে জয়ের ওপর শেষ চারে খেলা না-খেলা নির্ভর করছিল জামালদের। এমন ম্যাচে জয়ের পর ফিফা থেকে সুখবর পেয়েছে জামাল-তপুরা। মালদ্বীপের পর ভূটানকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।
গতকাল মঙ্গলবার (২৭ জুন) সদ্য হালনাগাদকৃত ফিফা র্যাঙ্কিংয়ে রেটিং বেড়েছে বাংলাদেশর । র্যাঙ্কিংয়ের ১৫৪ নম্বরে থাকা মালদ্বীপকে হারানোর মাধ্যমে ৭ দশমিক ৫৯ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে ভুটানকে হারিয়ে আরও ২ দশমিক ৫৬ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে।
সেমির দৌড়ি টিকে থাকার মিশনে ভূটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ভুটানের মাটিতে স্বাগতিকদের কাছে হেরে ১৭ মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত ছিল বাংলাদেশ টিম। ওই একটি হার বাদে বাকি পরিসংখ্যানের পুরোটাই ছিল জামালদের পক্ষে। সেই পরিসংখ্যানকে কাজে লাগিয়ে ভূটানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত।